Thursday, November 13, 2025
HomeScrollপর পর দু-দিন দিল্লির বাতাস 'অত্যন্ত দূষিত' কারণ কী দিল্লির বিস্ফোরণ?
Delhi Pollution

পর পর দু-দিন দিল্লির বাতাস ‘অত্যন্ত দূষিত’ কারণ কী দিল্লির বিস্ফোরণ?

চলতি মরশুমে এই প্রথম দিল্লির বাতাসের মান এত খারাপ পর্যায়ে, মত বিশেষজ্ঞদের

ওয়েবডেস্ক- দূষণ (Pollution) নিয়ে অবস্থার কোনও উন্নতি নেই। উলটে পর দুদিন দিল্লির (Delhi Pollution) বাতাস অত্যন্ত দূষিত। বুধবার সকালে রাজধানীর অনেক স্থানে AQI ৪২০-র ওপরে। বহু জায়গায় দৃশ্যমানতা খুবই কম, দশ হাত দূরে দেখা যাচ্ছে না।

ধোঁয়াশায় (Haze) আচ্ছন্ন চারদিক, বাওয়ানা-য় AQI ৪৫১ এবং চাঁদনি চক-এ ৪৪৯, যা ভয়াবহ। চারদিকে শুধুই ধোঁয়াশা। দৃশ্যমানতা (Visibilityনেমে গেছে। এক ভয়াবহ অবস্থায় পৌঁছে গেছে বাতাসের গুণমান। মঙ্গলবার পরিস্থিতি মোকাবিলায় এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন GRAP-3 বা স্টেপ থ্রি কার্যকর করার নির্দেশ দিয়েছিল। এর পরে বুধবার একই অবস্থা বজায় থাকল দিল্লি ও সংলগ্ন এনসিআর অঞ্চলে। সেই সঙ্গে তাপমাত্রা কমছে। উদ্বিগ্ন পরিবেশবিদরাও।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) সূত্রে খবর, বুধবার সকালে দিল্লির একধিক জায়গায় একিউআই রেকর্ড যা হয়েছে যা অতি ভয়ঙ্কর। বাওয়ানা ৪৫১, চাঁদনি চক ৪৪৯, মুন্ডকা ৪৪৩ এবং রোহিনীতে ৪৪২ আনন্দ বিহারে ৪৩৮, আইটিও-তে ৪৩৩, নরেলায় ৪৩৭। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির এইআইকিউ ৪২৮ এ পৌঁছে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মরশুমে এই প্রথম দিল্লির বাতাসের মান এত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে। দ্রুত বায়ুর মান খারাপ হওয়ার জন্য দিল্লি এক ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন- দিল্লি মেট্রোতে আরও কড়া নিরাপত্তা, ব্যস্ততম স্টেশন কাশ্মীরি গেটে কড়া পাহারা

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড বা CPCB-এর তথ্য অনুযায়ী, ডিসেম্বর ২০২৪-এর পরে এই প্রথম দিল্লির বায়ু দূষণ এক ভয়াবহ অবস্থায় পৌঁছল যা অতি ভয়ঙ্কর। এই অবস্থা যে কোনও সুস্থ মানুষের জন্য বিপজ্জনক, গুরুতর শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।

দিল্লির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) মঙ্গলবার এক জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠকে GRAP-এর তৃতীয় স্তরের অধীনে একটি ৯ -দফা অ্যাকশন প্ল্যান জারি করার কথা ঘোষণা করা হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News